সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে গ্রেপ্তারের পর মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সাংবাদিক শফিক রেহমানকে। শফিক রেহমানকে গ্রেপ্তারের বর্ণনা দিতে গিয়ে একথা জানান তার বাসার কেয়ারটেকার আব্দুল মতিন মোল্লা।
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন বিএনপির ঘনিষ্ঠ বলে পরিচতি এই সাংবাদিক।
শফিক রেহমানকে কিভাবে বাসা থেকে নিয়ে যাওয়া হলো তার বর্ণনায় কেয়ারটেকার মতিন বলেন, দুইজন লোক সকাল ছয়টার দিকে তার বাসার মূল গেটে ধাক্কা দেন। তারপর আরেকজন আসেন।
তিনি জানান, ওই ব্যক্তিরা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল থেকে এসেছেন বলে জানান। এসময় তাদের হাতে ছোট ক্যামেরা ছিল।
কেয়ারটেকার মতিন জানান, সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তিদের তিনি বাসার ভেতরে নিয়ে যান। ওই ব্যক্তিরা তাকে জানান- তাদের টেলিভিশনে শফিক রেহমানের একটি সাক্ষাৎকার আছে সকালে, তাই তারা তাকে নিতে এসেছেন।
মতিন জানান, ওই লোকদের বাসার ভেতরে নিয়ে যাওয়ার পর তিনি তাদের বসতে দেন এবং শফিক রেহমান এ সময় এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
কেয়ারটেকার মতিন বলেন, ওই ব্যক্তিরা শফিক রেহমানকেও একই কথা বলেন যে- তারা টেলিভিশন থেকে এসেছেন। এরপর তিনি ফ্রেশ হতে ভেতরে যান এবং ওই ব্যক্তিদের জন্য নাস্তা ও মিষ্টি পাঠান।
এরপর শফিক রেহমান রেডি হয়ে নতুন পোশাক পরে তাদের সামনে এলে ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে বলেন, আমরা ডিবি সদস্য, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।
এরপরই তাকে একটি গাড়িতে করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানান কেয়ারটেকার মতিন।
এদিকে সকালে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান মুঠোফোনে জানান, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে সাক্ষাৎকার নেওয়ার কথা বলে কয়েকজন বাসায় ঢোকেন। শফিক রেহমান সাক্ষাৎকার দিচ্ছেন ভেবে তিনি (তালেয়া রেহমান) বাসার ভেতরে ছিলেন।
পরে বাসার বাবুর্চি জানান, শফিক রেহমানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে নেওয়ার সময় তিনি (বাবুর্চি) বাধা দেন। এ সময় তাকে মারধর করে চুপ থাকতে বলা হয়।
ডিএমপির ব্রিফিংয়ে মারুফ হোসেন সরদার দাবি করেন, সাংবাদিক পরিচয় দিয়ে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়নি।
Content Published By
Recent Content
Ryan's World2022.08.18Fun Hawaii Facts for Kids with Ryan’s World!
News, Views, Consciences, Etc.2022.08.18Here’s how the new Girl Scout cookie, Raspberry Rally, stacks up to its sister cookie. #shorts
News, Views, Consciences, Etc.2022.08.17Children’s hospital desperate for supplies, food as Taliban rule brings humanitarian crisis
News, Views, Consciences, Etc.2022.08.17Villagers displaced in Kherson region by Russian takeover